https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

উয়েফা বর্ষসেরা গোল মেসির (ভিডিও)

লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে অসাধারণ এক ফ্রি-কিকে গোল করেন লিওনেল মেসি। এই গোলে তার পূর্ণ হয় বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম গোল।

চ্যাম্পিয়ানস লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রায় ২৫ গজ দূরে থেকে বাঁকানো ফ্রি-কিকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন বেকারকে বোকা বানায় বল জালে পাঠান মেসি।

শর্টলিষ্টে থাকা সবগুলো গোল দেখতে এই লিংকে ক্লিক করুন।

তার সেই গোলই জিতে নিলো উয়েফার বর্ষসেরা পুরস্কার।

এ নিয়ে তৃতীয়বারের মতো উয়েফার গোল অব দ্য সিজন হলেন মেসি। পুরস্কার চালু হওয়ার পর প্রথম দুই বছর-২০১৫ ও ২০১৬ টানা তার গোল পায় সেরার তকমা।

২০১৭ সালে মারিও মানজুকিচ আর ২০১৮ সালে এই পুরস্কার উঠে রোনালদোর হাতে।

শান্ত/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন