https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

করোনা: চীনে তিন মিনিটের নীরবতা পালন

করোনাভাইরাসের শিকার ভুক্তভোগীদের প্রতি শোক জানিয়ে চীন তিন মিনিটের নীরবতা পালন করেছে।

শনিবার, ৪ মার্চ চীনে কোভিড-১৯ এ মারা যাওয়া ৩৩০০ জনেরও বেশি মানুষকে সম্মান জানাতে এই শোক প্রকাশ করে।

স্থানীয় সময় ১০ টায় চীনের নাগরিকরা তিন মিনিটের জন্য মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী দাঁড়িয়ে যায়।

গত বছরের শেষ দিকে চীন শহর হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছিল।

তারপর থেকে, ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, এক মিলিয়নেরও বেশি লোককে সংক্রামিত করেছে এবং ১৮১ টি দেশে প্রায় ৬০ হাজার মানুষ মারা গেছেন।

বিশেষ এই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.  আবদুল মোমেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বরাবর পাঠানো এক পত্রে দেশটির নাগরিক এবং সরকারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছেন। চীনের জনগণ এবং সরকারের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাস  যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে।

এনএ/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন