https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর, পকুরে ১

বন্যার পানিতে ও পুকুরে ডুবে কুড়িগ্রামের তিন উপজেলায়  ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বন্যার পানিতে ডুবে একজন  প্রতিবন্ধীসহ চার শিশু এবং পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার, ১৫ জুলাই জেলার তিন উপজেলা চিলমারী, উলিপুর ও ফুলবাড়ীতে এ ঘটনাগুলো ঘটে।

মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে বন্যার পানিতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরির্দশক বাবুল কুমার।

চিলমারী ইউনিয়নের গাছবাড়ীর মাইদুলের মেয়ে মনি খাতুন (১৮ মাস), অষ্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে হাসানুল হক (৯ মাস) এবং রানীগঞ্জের চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০) বন্যার পানিতে ডুবে মারা যায় বলে জানান তিনি।

এদের মধ্যে মনিখাতুন খেলতে খেলতে পানিতে পড়ে এবং হাসানুল হক ঘরের মধ্যে খাট থেকে পানিতে পড়ে মারা যায় বলে স্বাস্থ্যকর্মীরা জানান।

আর বাড়ির পিছনে খেলতে গিয়ে শিশু হাবিবুল্লাহ (৬) পানিতে ডুবে মারা যায়।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামে পানিতে ডুবে এক শিশু মারা যায়। আলো খাতুন (৩)  নামের ওই শিশুর বাবার নাম লোকমান। তার বাড়ি আটোয়ারী গ্রামে।

ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে