https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

কোরবানীর মাংস বোনের বাসায় পৌছাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের চিরিরবন্দরে দুইজন মারা গেছে। মৃত আসাদুল ও সাব্বির সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

সোমবার, ১২ আগষ্ট বিকাল ৫টায় রংপুর- দিনাজপুর মহাসড়কের বেকিপুল বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহারিয়ার সাব্বির (১৭) রসডাঙ্গা গ্রামের আব্দুর রফের ছেলে ও একই গ্রামের ওয়েদ মাষ্টারের ছেলে আসাদুল ইসলাম (১৬)।। দুজনেই এইচএসসিতে পড়তো।  এ দুজন মোটরসাইকেলে কোরবানীর মাংস পৌছাতে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বেকিপুল বাজার এলাকায় দিনাজপুর থেকে রংপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মটরসাইকেলটির মুখোমুখি সংষর্ঘ হয়। ঘটনাস্থলেই মারা যান সাব্বির।

আশঙ্কাজনক অবস্থায় আসাদুলকে সৈয়দপুর ১০০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করে।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি এম শামসুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএম/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন