https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বুধবার,৫ ডিসেম্বর খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের জন্য হল সমূহ খুলে দেয়া হলেও ক্লাস পরীক্ষা চালু হবে আগামী ৮ই ডিসেম্বর থেকে।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

এর আগে গত ৫ই নভেম্বর ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলা আন্দোলনকারীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ হামলায় শিক্ষক, সাংবাদিকসহ ৩৫ জন আহত হয়। এর প্রেক্ষিতে ওই দিন সিন্ডিকেটের জরুরি এক সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসকে/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন