https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

গঙ্গাচড়ায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়ায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজেদের ঘরে বিছানায় স্ত্রী ও গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার, ৮ অক্টোবর দুপুর ১টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সাবের আলী (৫০) এবং তার স্ত্রী মুক্তারা বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় বোন প্রাইভেট পড়তে ও ছোট বোন ও ভাই বেড়াতে যায়। পড়া শেষে বড় মেয়ে দুপুর ১২টার দিকে ফিরে এসে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মুক্তারার এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন