গলায় বিস্কুট আটকে কলেজ শিক্ষকের একমাত্র মেয়ের মৃত্যু

বাবা মিলন মন্ডল কলেজে, মা তাপসী মন্ডল ব্যস্ত বাড়ির কাজে। এই অবস্থায় ওই দম্পত্তির একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে। এক একপর্যায়ে বিস্কুট আটকে যায় তার গলায়। বিষয়টি জানতে পেরে তার মা দ্রুত তাকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার, ২০ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটেছে মেহেরপুরে গাংনী উপজেলায়। নিহত মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমিরন মন্ডল মিলনের মেয়ে। তাদের বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. সজীব উদ্দীন স্বাধীন জানান, হাসপাতালে আনার পথেই মিতার মৃত্যু হয়।

এবি/রাতদিন