https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১

রংপুরের তারা গঞ্জে সড়কে বাস চাপায় আদেল বাদশা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদেল বাদশা উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়ের উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালের নাস্তা খাওয়ার জন্য আদেল বাদশা সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি নৈশকোচ তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ হেল বাকি দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এসকে/রাতদিননিউজ

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন