https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

ধরলা ও দুধকুমারের পানিবন্টন চুক্তির উদ্যোগ

ধরলা ও দুধকুমারসহ সাতটি নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত সই করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। দীর্ঘ আট বছর পর গতকাল বৃহস্পতিবার, ৮ আগষ্ট ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকে এই অগ্রগতি হয়েছে।

ধরলা ও দুধকুমার বাদে অপর নদীগুলো হচ্ছে ফেনী, মনু, খোয়াই, গোমতী ও মুহুরী।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিব ইউপি সিং সাংবাদিকদের বলেন, ওই নদীগুলোর তথ্য-উপাত্ত আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হালনাগাদ করা হবে। এরপর কয়েক মাসের মধ্যেই অন্তর্বর্তী বা কাঠামো চুক্তি হতে পারে।

আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে চুক্তিগুলো হতে পারে কি না জানতে চাইলে ইউপি সিং বলেন, এটি এখনই বলা খুব কঠিন।

এদিকে বাংলাদেশে প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ নির্মাণ নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ভারত। তবে ওই ব্যারাজের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এবং সম্ভাব্য প্রভাব জানতে একটি কমিটি করা হয়েছে।

পানিসম্পদসচিব কবির বিন আনোয়ার বলেন, ‘আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এ দেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।’

বৈঠকে ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এবি/রাতদিন

ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে