রংপুরের দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তাজিদুল ইসলাম লাল এবং হোমায়রা বেগমমের দ্বিতীয় ছেলে মিফফাত রাইয়ান নিলয় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
নিলয় রংপুর নগরীর সুবর্ণদহ শিক্ষা নিকেতনে প্রথম শ্রেণী থেকে ২০১৮ সালে নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র আওতায় বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।
জানা গেছে, ২০১৮ সালে রংপুর বিভাগ হতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৫ হাজার ৬০১জন পরীক্ষার্থী অংশ নেয় ওই পরীক্ষায়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২ হাজার ৪৬২ জন ও সাধারণ গ্রেডে ৪ হাজার ৪২৮ জন।
এবি/রাতদিন