mega888 পার্বতীপুরে ওষুধ কিনতে গিয়ে পিকআপ ভ্যানের চাপা, নিহত ২

পার্বতীপুরে ওষুধ কিনতে গিয়ে পিকআপ ভ্যানের চাপা, নিহত ২

দিনাজপুরের পার্বতীপুরে পিকআপ ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুরের দক্ষিণ শেরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে, নীলফামারী সদর উপজেলার কাজলপাড়া গ্রামের বসুনিয়া প্রামাণিকের ছেলে আশরাফ আলী ও পার্বতীপুর উপজেলার ভবানী দক্ষিণ শেরপুর তেলীপাড়ার সোহরাব আলীর ছেলে শাহজাহান আলী।

আহতরা হলে, পিকআপচালক জিয়ারুল হক (৩৭) ও হেলপার মনির হোসেন (২৫)। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর জানান, বাইসাইকেলে ওষুধ কিনতে ভবানীপুর বাজার যাওয়ার জন্য মহাসড়কে ওঠেন শাহাজাহান। এ সময় বিপরীত থেকে আসা একটি পিকআপ সাইকেলটি চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সাইকেলচালক মারা যান। পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে মারা যান এর এক আরোহী।

লাইক দিয়ে সাথে থাকুন