https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

ফেরদৌসের নায়িকা হচ্ছেন সোহানা সাবা

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী সোহানা সাবা। নতুন এই সিনেমা খবর নিশ্চিত করেছেন ফেরদৌস আহমেদ।

ফেরদৌস আহমেদ বলেন, ‘আমি গেল নভেম্বরে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। যতটুকু জানি জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে আমার বিপরীতে দেখা যাবে সোহানা সাবাকে।’

যদিও কাছে নতুন এই সিনেমার খবর অস্বীকার করেছেন সিনেমাটির পরিচালক আফজাল হোসেন। আফজাল হোসেন বলেন, ‘আমি এই ব্যাপারে কিছুই জানিনা। জানলে আমি নিজেই আপনাদের বলতাম।’

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এই খবর নিশ্চিত করেছেন এমন তথ্য আফজাল হোসেনকে জানানোর পরও তিনি এই প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।

জানা গেছে, ‘মানিকের লাল কাঁকড়া’ নির্মিত হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন