https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

বাপের বাড়ী যেতে সন্তানসহ নিখোঁজ শিলিগুড়ির মালতি

স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসার পথে নিখোঁজ হয়েছেন এক গৃহবধু। নিখোঁজ ওই গৃহবধুর নাম মালতি রায়। তার বাড়ী ভারতের  জলপাইগুড়ি জেলার শিলিগুড়ির গীতলপাড়ায়।  মালতি রায়ের সাথে এসময় তার ৪ বছরের সন্তান ছিলো।

জানা গেছে, বৃহষ্পতিবার, ২০ জুন দুপুরের দিকে বাপের বাড়ী ফুলবাড়ীর সিপাইটারীর উদ্দেশ্যে বের হয় মালতি। বাড়ী থেকে বের হবার ৪/৫ ঘন্টা পরেও বাপের বাড়ী না পৌছালে খোজাখুজি শুরু হয়।

দুই পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খুঁজে মালতিকে না পেয়ে মালতির পরিবারের পক্ষে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ করে।

ঠিক কি কারণে মালতি নিখোঁজ হয়েছেন তা জানাতে পারেনি পুলিশ। মালতিকে খুজে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন