https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

বাড়ির পাশে নতুন পুকুর, প্রাণ গেল শিশুর

স্কুল থেকে ফিরতি পথে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

উপজেলার দুওসুও ইউপির ঢেকনাপড়া গ্রামে বৃহষ্পতিবার, ২৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

সিয়াম বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ঢেকনাপাড়া গ্রামের রেজিয়া বেগমের নাতি ও কুমিল্লা জেলার শাহিন আলমের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, স্কুল থেকে বাসায় ফেরার পর প্রতিবেশী বন্ধুদের সঙ্গে খেলতে যায় সিয়াম। খেলার সময় বাড়ির পাশে নতুন পুকুরে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত সিয়ামের নানি জানায়, গত আট বছর ধরে তিনিই সিয়ামকে লালন-পালন করছেন। জন্মের পরেই সিয়াম ও তার মাকে রেখে চলে গেছেন তার বাবা শাহিন আলম।

জেএম/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন