https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

বিরতি নিতে চান শাহরুখ খান

বিরতি নিতে চান বলিউড সুপাস্টার কিং খান। একটু সিনেমা দেখা, বই পড়া, গল্প শুনতে চান। সম্প্রতি ফিল্ম-ফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শাহরুখ খান। বলিউড কিং খানের এমন ঘোষণা শুনে হতাশ হয়েছেন ভক্তরা।

শাহরুখ খান বলেন, ‘হাতে এই মুহূর্তে কোনও ছবি নেই। আমি কোনও ছবিতে কাজ করছি না। সাধারণত যেটা হয়, একটা ছবির কাজ যখন শেষের মুখে, তখনই পরের ছবির কাজ শুরু হয়ে যায়। এরপর তিন-চার মাস চলতে থাকে। কিন্তু এখন আমার আর সেটা করতে ইচ্ছে করছে না। আমার একটু বিরতি নিতে ইচ্ছে করছে। একটু সিনেমা দেখা, গল্প শোনা আর বই পড়া।’

জানা যায়, শাহরুখের মেয়ে সুহানা এবার কলেজে উঠেছেন। অন্যদিকে আরিয়ানের কলেজে পড়া প্রায় শেষের দিকে। তাই এখন পরিবারের সঙ্গেই বেশি করে সময় কাটাতে চাচ্ছেন অভিনেতা। তবে অভিনয় না করলেও শাহরুখ খান তার প্রযোজনা সংস্থার কাজ দেখাশোনা করছেন।

এনএইচ/ রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন