https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

ভোটে জিতেই শুটিংয়ে দেব

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেব। ভারতের লোকসভা নির্বাচনে নিজের প্রচারণা চালাতে ঘাটালে প্রায় দু’মাস ব্যস্ত সময় পার করেছেন। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিপরীতে বিশাল ব্যবধানে জয় লাভও করেছেন এই তৃণমূল সাংসদ।

অবশেষে জয় নিয়ে পাসওয়ার্ড সিনেমার শুটিংয়ে ফিরলেন দেব।সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। শনিবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফ্লোরে দেখা মিলেছে তার।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তোলা ছবির ক্যাপশনে দেব লিখেছেন, ‘শুটিংয়ে ফিরলাম।’

এদিকে ভোটে ব্যস্ত থাকার কারনে থেমে ছিলো টালিগঞ্জের বেশ কয়েকটি প্রজেক্ট। দেব এন্টারটেইমেন্টের প্রযোজনায় চলছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমার শুটিং।

এর একটিতে নিজে অভিনয়ও করছেন দেব। ভোটের কারণে চিত্রনাট্য পড়ে উঠতে পারেননি ‘সাঁঝবাতি’ সিনেমারও। তাই দ্রুত কাজে ফিরছেন টালিগঞ্জের এই প্রযোজক।

আরআর/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন