https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দুই শিশু প্রাণ হারালো পুকুরে ডুবে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায়। রংপুরের মিঠাপুকুরে এ ঘটনা ঘটে।

সোমবার, ৯ সেপ্টেম্বর উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশু হলো, এলাকার সুকরা মণ্ডলের মেয়ে সুমারু (৩) ও অতুল চন্দ্রের ছেলে প্রশান্ত (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের খেলার সঙ্গীরা জানায়, সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়। পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে থাকে সুমারু ও প্রশান্ত। বয়সে একটু বড় অন্য শিশুরা পুকুরের পানিতে সাঁতার কাটতে নামলে ওই দুই শিশু পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল।

এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায় ওই দুই ভাই। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর মৃত্ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হাফিজার রহমান জানান, অকালে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোক নেমে আসে গোটা গ্রামে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। স্বজনরা কারও প্রতি কোনো অভিযোগ করেনি। এ কারণে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএম/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন