https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

রংপুরে দুর্ঘটনায় আহত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

নির্বাচনী গণসংযোগে এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বহনকারী পিকআপ ভ্যান জোরে ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার, ৩০ সেপ্টেম্বর বিকেলে গণসংযোগ শেষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন তিনি।

নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে পিকআপ ভ্যানটি জোরে ব্রেক করলে ভ্যানের সামনের দিকে পড়ে গিয়ে হাতে আঘাত পান বিএনপি মহাসচিব। এতে তার হাতের হাড় ফেটে গেছে বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু। তিনি বলেন, বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রংপুর-৩ আসনের (জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া) উপ-নির্বাচন বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছিলেন মির্জা ফখরুল।

আগামী ৫ অক্টোবর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেএম/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন