জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে রংপুরে কৃষকদের নিয়ে মৌসুম অনুযায়ী ফলমূল ও শাক-সবজি উৎপাদন বিষয়ক আলোচনা সভা ও প্রতিযোগিতা এবং মাতৃপুষ্টি বিষয়ক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বুধবার, ২৪ এপ্রিল রংপুর সদর হাসপাতালের হলরুমে এসবে আয়োজন করা হয়।
রংপুরের জেলা সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক, অতিরিক্ত উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন ও রংপুর মেট্রেপলিটন কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা। বয়স্কদের পুষ্টি নিয়ে আলোকপাত করেন ডা. এএফএম মাহবুবুল আলম।
এদিকে সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার, ২৫ এপ্রিল রংপুর সদর হাসপাতালে বৌ ও শাশুরি পুষ্টিকর রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এইচএ/রাতদিন