email: [email protected]
রংপুর বিভাগে আজ সোমবার, ১২ আগষ্ট সন্ধ্যা নাগাদ বৃষ্টি নামতে পারে। মধ্যরাত থেকে আগামীকাল পর্যন্ত এই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তি ৭২ ঘন্টায় বৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়ার এমন পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি স্যাটেলাইট আবহাওয়া বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, মংমনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও-কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম সঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে