https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর : রংপুরে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই, বলা চলে নির্বাচন ব্যবস্থাটাই নেই।

আজ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর বিকালে রংপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিবে কিনা তা ৭ তারিখের পার্লামেন্টারী বোর্ডে চুড়ান্ত করা হবে।

গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বিকেলে বিএনপি মহসচিব রংপুরে আসেন।

তিনি শালবন মিস্ত্রিপাড়া কবরাস্থানে মোজাফ্ফর হোসেনের কবর জিয়ারত করে তার বাসায় যান। সেখানে মোজাফ্ফর হোসেনের স্ত্রী ও সন্তানদের সাথে কিছু সময় কাটান মির্জা ফখরুল।

এসময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতবৃন্দ।

এবি/রাতদিন

ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে