https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

শিক্ষার্থীদের ভর্তির সময় করা হবে ডোপ টেস্ট: শাবি উপাচার্য

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, মাদকের বিষয়ে আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।

বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে খুব শিগগিরই আবাসিক হল ও বিভাগগুলোতে যেকোন শিক্ষার্থীকে মাদকাসক্ত সন্দেহ হলেই ডোপ টেস্ট করানো হবে।

গতকাল সোমবার, ০৪ নভেম্বর বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাদকাসক্ত কি-না তা জানার জন্য এই প্রথম বর্ষে ভর্তির সময় ডোপ টেস্ট করানো হবে। মাদকাসক্ত প্রমাণিত হলে তাদের তালিকা করা হবে। তাদেরকে ভর্তির সুযোগ দেয়া হবে, ভর্তি থেকে বাদ দেয়া হবে না। তারপর অভিভাবককে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা ও অন্যান্য সহযোগিতা করা হবে।

শান্ত/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন