https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

৪২ কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

ফেসবুকের বিরুদ্ধে আবারো ব্যবহারকারীদের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। ফেসবুকের ডাটাবেস থেকে প্রায় ৪২ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে।

প্রযুক্তি বিষয়ক পোর্টাল টেকক্রাঞ্চ জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গবেষক সন্যম জৈন একটি অনলাইন ডেটাবেসের খোঁজ পেয়েছেন। সেই ডেটাবেসেই রয়েছে প্রায় ৪১.৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের সঙ্গে জড়িত ফোন নম্বর।

ফেসবুকে অ্যাকাউন্টের সুরক্ষার স্বার্থে ব্যবহারকারীদের ফোন নম্বর দিতে হয়। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ফোন নম্বর নেয়ার বিষয়টি অনৈতিক।

রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীদের ফোন নম্বর-যুক্ত সার্ভারটিতে কোনও পাসওয়ার্ড প্রোটেকশন না থাকার ফলে যে কোনও ব্যক্তি সেই ডেটাবেসের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেখতে পারতেন। বিষয়টি নজরে আসার পর থেকে ডাটাবেসটি সরিয়ে নেয়া হয়।

ফেসবুক জানিয়েছে, তথ্যগুলো বেশ পুরনো। বর্তমানে ফেসবুকের নিরাপত্তা সংক্রান্ত সেটিংসে কিছু পরিবর্তনের পর ফোন নম্বরের মাধ্যমে কোনও ব্যক্তির প্রোফাইলের খোঁজ পাওয়া সম্ভব নয়। তথ্যগুলি সরিয়ে নেওয়া হয়েছে।

শান্ত/রাতদিন

ভালো লাগলে লাইক দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে

error

নিয়মিত সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন