https://ratdin.news
শেকড়ের খবর সবার আগে...

৭৪ বছরে যমজ সন্তানের মা, বাবার বয়স ৮২

৭৪ বছরের মহিলা জন্ম দিলেন দুই যমজ কন্যা সন্তানের৷ বিয়ে হওয়ার ৫৪ বছর পরে মা হলেন ইয়ারামাত্তি রাজা রাওয়ের স্ত্রী মানগায়াম্মা। ওই যমজের বাবার বয়স ৮২ বছর।

ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে৷

চিকিৎসকরা এই বিশেষ প্রসবের জন্য সব ধরনের ব্যবস্থা করেছিলেন৷ এটা চিকিৎসকরদের মতে বিশ্ব রেকর্ড৷

নেলাপারতিপাদু’র ইস্ট গোদাবরী জেলার মানগায়াম্মা এই বিরল ঘটনা ঘটালেন৷ ১৯৬২ সালের ২২ মার্চ তাদের বিয়ে হয়েছিল৷ প্রথম থেকেই সন্তান চেয়েছিলেন কিন্তু মানগায়াম্মা কখনই মা হতে পারেন নি৷

বাড়ির কাছেই থাকতেন আরও এক ভদ্রমহিলা৷ তিনি ৫৫ বছর বয়সে আইভিএফএ’র মাধ্যমে সন্তানের জন্ম দেন৷ তার কাছ থেকেই প্রেরণা পান মানগায়াম্মা৷ তিনি ও তার স্বামী অহল্যা নার্সিংহোমে যান৷ সেখানেই আইভিএফ এক্সপার্ট ডা. সনক্কায়ালা উমাশংকর ভদ্রমহিলার স্বামীর স্পার্ম কালেক্ট করেন৷ তারপর আইভিএফে সফল ভাবে নিষিক্ত হওয়া ডিম্বানু মানগায়াম্মার ওভারিতে প্রতিস্থাপন করে দেন৷

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন টিভি’র  খবরে বলা হয়, পুরো প্রেগন্যান্সির সময়েই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতেন৷ সিজারিয়ান পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন মানগায়ম্মা৷

এটা পৃথিবীর সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার ঘটনার তালিকায় থাকবে এমনটাই জানিয়েছেন সফল চিকিৎসক  ডা.সনক্কায়ালা উমাশংকর৷ 

এসকে/রাতদিন

ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে