অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট উত্তরের চার জেলায়

রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্যামলী পরিবহনের এক বাস চালককে মারধর করে হত্যার অভিযোগে বৃহস্পতিবার, ২৫ এপ্রিল সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে।

এদিকে অনেকটা আকস্মিক এ ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘটের কারণে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছেন না বাসযাত্রীরা। ধর্মঘটের কারণে জেলাগুলো থেকে দূরপাল্লারসহ স্থানীয় রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার, ২৪ এপ্রিল সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারব হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান।

গত সোমবার, ২২ এপ্রিল রাতে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী সংলগ্ন শিকলবাহা ব্রিজ এলাকায় এ হত্যাকান্ড ঘটে। ওই ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার  (ডিবি) সদস্য পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের চালক জালাল উদ্দিনকে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে।

পঞ্চগড় জেলার শ্রমিক নেতারা জানান, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার , ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটর শুরু হয়েছে।

জেএম/রাতদিন