অপ্রাপ্ত বয়সী ছেলেকে বিয়ে, কনের ২ বছরের কারাদন্ড

১৮ বছরের মেয়ে ২০ বছরের ছেলেকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কনেকে দুই বছরের ও বরকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন। যশোরের কেশবপুরে এ ঘটনা ঘটেছে।

আজ রোববার, ১৮ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ দেন বলে কালের কন্ঠ অনলাইনের এক খবরে বলা হয়েছে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের সাহা পাড়ার গোপাল সেনের মেয়ে প্রিয়া সেন (১৮) একই এলাকার উজ্জ্বল সাহার ছেলে সৌরভ সাহার (২০) সঙ্গে ভালোবেসে এফিডেভিটের মাধ্যমে গত ১৪ আগস্ট বাল্য বিয়ে করে।

খবর পেয়ে আজ ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় কনেকে দুই বছরের কারাদণ্ড ও বর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একই আইনের ৭(২) ধারায় এক মাসের কারাদন্ড প্রদান করেন।

বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে পুরুষের জন্য কমপক্ষে ২১ বছর, আর নারীর জন্য ১৮ বছর বয়স করা হয়েছে।

এইচএ/রাতদিন