অবশেষে লালমনিরহাটের ৩ বীরসেনানী পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুজিবনগর সরকারের ৩২ কর্মচারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন । এদের মধ্যে রয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ২ জন ও হাতীবান্ধা উপজেলার ১ জন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে।

এই ৩২ জনসহ মুজিবনগর সরকারের ৬৭০ জন কর্মচারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন।

নতুন স্বীকৃতি পাওয়া লালম‌নিরহা‌টের এই তিন জন হলেন, পাটগ্রাম উপ‌জেলার রফিকুল ইসলাম বসুনীয়া ও কাজী ফায়জুল বারী এবং হাতীবান্ধা উপ‌জেলার মো. আব্দুল জলিল প্রামাণিক।

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, মুজিবনগর সরকারের ওই তিন কর্মচারীকে বর্তমান সরকার যোগ্য সম্মান দিয়ে স্বীকৃতি প্রদান করেছেন।

প্রসংগত, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।