অবৈধ যাত্রী ধরতে মধ্যরাতে আন্তঃনগর ট্রেনে চিরুনী অভিযান, ৭০ যাত্রীর জরিমানা

যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অবৈধ যাত্রীদের ধরতে  চিরুনী অভিযান শুরু করেছে রেলের পশ্চিমাঞ্চলীয় কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনে ৭০ জন যাত্রীর কাছ থেকে ৩৪ হাজার ৪শ’ ৪০ টাকা ভাড়া আদায় করা হ

বৃহস্পতিবার, ৩ মার্চ রাত ৩টার পর ঢাকা থেকে পঞ্চগড় গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এই অভিযান পরিচালিত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বৈধ যাত্রী‌দের ভ্রমন স্বাচ্ছন্দ্যময় করার জন্য  অবৈধ যাত্রীদের বিরুদ্ধে  চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়েছিলেন।

অভিযানকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম এর সাথে লালমনিরহাটের ডিআরএম শাহ সুফি নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এছাড়াও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের সাথে ছিলেন।

অভিযান পরিচালনা কালে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ৭০ জন টিকেট বিহীন যাত্রীকে জরিমানা করা হয়। এই অবৈধ যাত্রীদের কাছ থেকে এসময় জরিমানা সহ মোট ৩৪ হাজার ৪শ’ ৪০ টাকা ভাড়া আদায় করা হয়।

এ অভিযান অব্যহত থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।