অসদচারণের দায়ে ২ মাস নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে আন্তর্জাতিক ফুটবল থেকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সাথে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

কোপা আমেরিকার ফাইনালে অসদাচরণ করায় দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল) তাকে এই শাস্তি দিলো।

গত মাসে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ঘরের মাঠে পেরুকে ৩-১ গোলের ব্যাবধানে হারায় তারা।

ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে ক্ষুদ্ধ হয়ে মাঠ ছাড়ার সময় ভিএআর বক্সে ধাক্কা দেন তিনি। সেই অনাকাঙ্কিত ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। তবে তার ক্ষমা গ্রহণযোগ্য হয়নি। আত্মপক্ষ সমর্থন করে আপিল করারও সুযোগ পাচ্ছেন তিনি। এর জন্য তিনি সাত দিনের সময় পাবেন।

এই নিষেধাজ্ঞা বহাল থাকলে, সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না জেসুস।

শান্ত/রাতদিন