আইপিএলে যোগ হচ্ছে নতুন নিয়ম

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলে আগামী মৌসুম থেকে নতুন নিয়ম ‘পাওয়ার প্লেয়ার’ চালুর কথা ভাবছে। ম্যাচে উইকেট পড়ার পর কিংবা ওভার শেষে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম চালুর কথা ভাবছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, নিয়মটি চালুর ব্যাপারে এর মধ্যেই সম্মতি মিলেছে। মঙ্গলবার, ৫ নভেম্বর মুম্বাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।

সংবাদ সংস্থা আইএএনএসকে সেই কর্মকর্তা বলেন, ‘আমরা এমন কিছু ভাবছি যেখানে কোনো দল একাদশ ঘোষণা করবে না। ১৫ জনের দলই ঘোষণা করা হবে। উইকেট পড়লে কিংবা ম্যাচের যেকোনো সময়ে ওভার শেষে বদলি খেলোয়াড় নামানো হবে।’

পাওয়ার প্লেয়ার কীভাবে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিসিআই কর্মকর্তা, ধরুন, শেষ ৬ বলে ২০ রান লাগবে। ডাগ আউটে বসে আছে আন্দ্রে রাসেল। সে শতভাগ ফিট না এবং মূল একাদশেও নেই। কিন্তু সেই মুহূর্তে মাঠে নেমে সে ম্যাচ জেতাতে পারে। একইভাবে মনে করুন, শেষ ওভারে ৬ রান ঠেকাতে হবে।যশপ্রীত বুমরা ডাগ আউটে।অধিনায়ক তখন কি করবেন? ১৯তম ওভার শেষে বুমরাকে নিয়ে আসবেন।’

আগামী বছরের এপ্রিলে আইপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা।

এনএইচ/রাতদিন