আইপিএলে যোগ হচ্ছে ‘পাওয়ার প্লেয়ার’ নিয়ম

সম্পূর্ণ নতুন এক নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। পাওয়ার প্লেয়ার নামে এই নিয়ম সফলভাবে চালু করা গেলে, নিশ্চিতভাবে তা হবে ক্রিকেটে এক অবিস্মরণীয় এবং বৈপ্লবিক সিদ্ধান্ত।

জানা গেছে, চূড়ান্ত এগারো জন ক্রিকেটার নয়, ম্যাচ শুরুর আগে একটা দল ১৫ জনের নাম ঘোষণা করবে। এরপর যে কোনো সময়ে উইকেট পড়লে বা ওভারের শেষে এক জনের বিকল্প হিসেবে পনেরো জনের মধ্যে বাইরে থাকা কোনও ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদসংস্থা জানায়, ‘আমরা এমন একটি পরিস্থিতির কথা বলছি, যেখানে কোনো দল চূড়ান্ত এগারো ক্রিকেটারের নাম ঘোষণা করবে না। তার বদলে ১৫ জনকে তৈরি রাখবে। সেই ১৫ জনের মধ্যে থেকে কাউকে প্রয়োজনের সময় মাঠে নামিয়ে দেওয়া হবে।’

কিভাবে এই পাওয়ার প্লেয়ার একটা ম্যাচের রং বদলে দিতে পারে, তাও উদাহরণ দিয়ে বলেছেন বিসিসিআইর ওই কর্মকর্তা। তার কথায়, ‘মনে করুন, শেষ ওভারে কোনো দলকে ২০ রান তুলতে হবে। আর ডাগ আউটে আন্দ্রে রাসেলের মতো কেউ বসে আছে। যে পুরো সুস্থ না থাকায় প্রথম এগারোয় ছিল না। এবার রাসেলকে ওই অবস্থায় নামিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার ধরুন, শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছয় রান। যশপ্রিত বুমরার মতো কোনও বোলার বাইরে রয়েছে। তখন কি করবে সেই ফিল্ডিং দলের অধিনায়ক? সোজা বুমরাকে মাঠে নামিয়ে দেবে। এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।’

শান্ত/রাতদিন