আদিতমারীতে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে ঝড়ল দুই প্রাণ, আহত ৭

লালমনিরহাহাট-বুড়িমারী মহাসড়কে বুধবার, ২৬ জুন সাতসকালেই ঝড়েছে দুই প্রাণ। এতে আহত হয়েছেন আরও সাতজন। যাদের মধ্যে পাঁচ জনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সকাল সাতটার দিকে আদিতমারী উপজেলার পলাশীবাজার এলাকার একটি মোড়ে ট্রাক-ইজিবাইক(অটো) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জের দক্ষিণ গোপালরায় গ্রামের (ওয়াপদা বাজার) ইজিবাইক চালক রবিউল ইসলাম (৩৫) ও যাত্রী নন্দু রায় (৫৫)। ইজিবাইকে থাকা আহতদেরও বাড়ি ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওয়াপদা বাজার থেকে ইজিবাইকটি লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিল। পলাশী বাজার এলাকায় পৌঁছলে ইজিবাইকটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল ও নন্দু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার শিকার ট্রাক। ছবি : সংগৃহীত

জানা গেছে, আজ বুধবার লালমনিরহাটে অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা দিতে ইজিবাইকটিতে পরীক্ষার্থী ও তাদের অবিভাবকরা সেখানে যাচ্ছিলেন। নিহত নান্দু রায় তাদেরই একজনের অবিভাবক।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ট্রাকটিকে আটকসহ নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে।

এবি/রাতদিন