আদিতমারীতে পুলিশের গুলিতে বিদ্ধ ৮ মামলার আসামী

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন আলমগীর হোসেন (৩২) নামের এক ব্যক্তি। দুপায়ে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিগ্রির চর এলাকার প্রয়াত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ও পুলিশের উপর হামলার আটটি মামলা রয়েছে। এর বাইরে একটি হত্যা মামলার সাথে আলমগীর জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার, ২৪ এপ্রিল গ্রেপ্তার করা হয় আলমগীরকে। এর পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়ে রাতে অপর একটি অভিযানে বের হয় পুলিশ। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্নামতি সেতুর কাছে সহযোগীরা হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে দুপায়ে গুলিবিদ্ধ হয় আলমগীর।

এদিকে ওই হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এবি/রাতদিন