আদিতমারীতে ফেন্সিডিল পাচারের সময় ‘এমবিবিএস ডাক্তার’সহ আটক ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে হৃদয়(৩৭) নামে একজন চিকিৎসক রয়েছেন।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় রংপুর শহরের নিউ শালবন মিস্ত্রী পাড়া এলাকার আবজাল হোসেনের ছেলে। তিনি একজন এমবিবিএস ডাক্তার জানালেও তার কর্মস্থল নিশ্চিত করতে পারেনি পুলিশ। অপরজন আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় এলাকার নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন(২৬)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালায়। ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কার আটক করা হয়। কারটিতে তল্লাশী চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

ওই গাড়িতে থাকা ডা. আবুজার মোঃ মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।