আদিতমারীতে ভোটগ্রহণ ৫ মে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থগিত হওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। একই সাথে দেশের আরও কয়েকটি উপজেলায় ভোটগ্রহণ হবে একই দিন।

বুধবার, ১০ এপ্রিল নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের এই তারিখ ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

চার ধাপের উপজেলা নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে যেসব উপজেলার ভোটগ্রহণ স্থগিত হয়েছিল সেখানে  ৫ মে ভোটগহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তারমধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।

ইসির সিদ্ধান্তে ভোট স্থগিত হয়েছিল পিরোজপুরের মঠবাড়িয়া, কিশোরগঞ্জের কটিয়াদী, লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।