আন্তর্জাতিক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত, ‘শিক্ষার্থীদের জীবন বদলে দেয়া’ নিয়ে আলোচনা

বিশ্ব শিক্ষক দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চম আন্তর্জাতিক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ৯ নভেম্বর রাতে ভার্চুয়ালি এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ চার দেশ অংশ নেয়।

সেমিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন লালমনিরহাটের কালীগঞ্জ কে ইউ পি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ এবং ফরিদপুর সরকারি শিক্ষক ট্রেনিং কলেজের  সহকারী অধ্যাপক মো. রোকোনুজ্জামান ‍শিকদার।

সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, ডোমিনিকান রিপাবলিক ও নেপাল থেকে মোট ১১ জন শিক্ষক অংশ নেন।

সেমিনারে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পরিচালক ড. মো. গোলাম ফারুক। সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন গাজীপুর জি কে মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এস এম তাহমিনা।

এবারের সেমিনারে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে ক্লাস ও ক্যম্পাসের বাইরে কীভাবে সময় কাটানো যায় তা নিয়ে সেমিনারে আলোচনা হয়।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। তারা জীবনের অনেকটা সময় জুড়েই থাকেন।

শুধু ক্লাস-ক্যাম্পাস নয়, এর বাইরেও শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে কীভাবে শিক্ষার্থীদের জীবন বদলে দেয়া যেতে পারে তা নিয়েও সেমিনারে আলোচনা হয়।

আরআই /রাতদিন