আবারও ভারত-বাংলাদেশের ভিসা চালু করা হবে

করোনার কারণে ভারত-বাংলাদেশের ভিসা বন্ধ থাকলেও সেটি আবারও চালুর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। দুই দেশের প্রস্তাবের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আজ  বুধবার, ২ ডিসেম্বর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব জানান। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

মোহাম্মদ ইমরান আরো বলেন, ‘দেশের বিভিন্ন বন্দরের চেকপোষ্টের সমস্যাগুলো সরেজমিনে দেখতেছি। রেলপথ চালুর বিষয়ে কি হবে তা আমার জানা নেই। তবে বিষয়টি নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করা হবে’।

সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, বিজিবির রংপুর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মোজাম্মেল হক পিএসসি, পাটগ্রামের ইউএনও কামরুন নাহার, ভারতীয় কাস্টম সুপারিন্টিটেন্ট কপিল বাইন, বুড়িমারী স্থলবন্দর সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা প্রমুখ।

আরআই /রাতদিন