১৭ মে’র প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো পিছিয়ে গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো পিছিয়ে গেল । কয়েক দফা পেছানোর পর আগামী ১৭ মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবার কথা ছিলো। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  জানান ১৭ মে’র পরিবর্তে  এই নিয়োগ পরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হবে।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বৃহস্পতিবার, ৯ মে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী ১৭ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। কিন্তু ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

পরীক্ষা পেছানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য কোনো কারণে নয়। ডিগ্রী পরীক্ষার কারণে ১৭ মের নিয়োগ পরীক্ষা ২১ জুন নেয়া হবে।

তবে আগে নির্ধারিত ৪ ধাপেই নিয়োগ পরীক্ষা শেষ হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।

জেএম/রাতদিন