আরও ৪ হাজার প্রাণ ঝরলো করোনায়, মৃত-আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় পৌনে তিন লাখ মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১০ লাখ ৪২ হাজারের কাছাকাছি। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৪ লাখ ছুঁইছুঁই।

আজ সোমবার, ৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৭ লাখ ৩৫ হাজার ৩৮১ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৬ হাজার ৫০৯ জনের অবস্থা গুরুতর। এমনটা জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চসংখ্যক মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংখ্যা বেড়ে ৭৬ লাখ ৩৬ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ২২ হাজার ১৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১২ লাখ ১৫ হাজার ১ জন ও কলম্বিয়ায় পঞ্চম সর্বোচ্চ ৮ লাখ ৫৫ হাজার ৫২ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—পেরু (৮ লাখ ২৮ হাজার ১৬৯ জন), স্পেন (৮ লাখ ১০ হাজার ৮০৭ জন), আর্জেন্টিনা (৭ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন), মেক্সিকো (৭ লাখ ৬১ হাজার ৬৬৫ জন) ও দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৮১ হাজার ২৮৯ জন)।

কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৪ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৬ হাজার ৩৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলেভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২ হাজার ৭১৪ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৯ হাজার ৮৮ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪২ হাজার ৩৫০ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৯৮৬ জন), পেরু (মৃত্যু ৩২ হাজার ৭৪২ জন), ফ্রান্স (মৃত্যু ৩২ হাজার ২৩০ জন), স্পেন (মৃত্যু ৩২ হাজার ৮৬ জন) ও ইরান (মৃত্যু ২৬ হাজার ৯৫৭ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২৬ হাজার ৭১২ জন (১১তম), রাশিয়ায় ২১ হাজার ৩৫৮ জন (১২তম), আর্জেন্টিনায় ২১ হাজার ১৮ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ১৬ হাজার ৯৭৬ জন (১৪তম), চিলিতে ১২ হাজার ৯৭৯ জন (১৫তম), ইকুয়েডরে ১১ হাজার ৬৪৭ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ১১ হাজার ১৫১ জন (১৭তম), বেলজিয়ামে ১০ হাজার ৬৪ জন (১৮তম), জার্মানিতে ৯ হাজার ৬০২ জন (১৯তম), কানাডায় ৯ হাজার ৪৮১ জন (২০তম), ইরাকে ৯ হাজার ৩৯৯ জন (২১তম), তুরস্কে ৮ হাজার ৪৪১ জন (২২তম), বলিভিয়ায় ৮ হাজার ১০১ জন (২৩তম), পাকিস্তানে ৬ হাজার ৫১৩ জন (২৪তম), নেদারল্যান্ডসে ৬ হাজার ৪৫৪ জন (২৫তম), মিসরে ৫ হাজার ৯৮১ জন (২৬তম), সুইডেনে ৫ হাজার ৮৯৫ জন (২৭তম), ফিলিপাইনে ৫ হাজার ৭৭৬ জন (২৮তম), বাংলাদেশে ৫ হাজার ৩৪৮ জন (২৯তম) ও সৌদি আরবে ৪ হাজার ৮৭৫ জন (৩০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জেএম/রাতদিন