ইজিবাইক থেকে নামতেই আরেক ইজিবাইক নিল তুবার প্রাণ

মাহাজাবিন তাবাচ্ছুম তুবা (৬)। নার্সারী শ্রেণির এ শিক্ষার্থী অন্যান্য দিনের মতো শনিবারও স্কুল শেষে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিল। তবে বাড়ির সামনে এসে নামতে না নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তুবা।

ঘটনাটি ঘটেছে শনিবার, ২৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামে। সে ওই গ্রামের স্কুল শিক্ষক রেজাউল ইসলামের মেয়ে।

এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় শিক্ষক সমাজসহ নানা পেশার মানুষ বেপরোয়া ইজিবাইকের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, নিহত তুবা স্থানীয় মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল। সে প্রতিদিন ইজিবাইকে যাতায়াত করতো।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন ইজিবাইকটি আটক করে ভাঙচুর করে। পরে এর চালক সাইফুল ইসলামকে (২৬) পুলিশের হাতে তুলে দেয়।

উলিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে নিহত তুবার বাবা রেজাউল ইসলাম বলেন, ‘আমার মেয়েটাই চলে গেল আর চালকের বিরুদ্ধে মামলা করে লাভ কি?’

এইচএ/রাতদিন