ইনজুরিতে পড়লেন শিখর ধাওয়ান, ভারতীয় শিবিরে দুঃসংবাদ

দুই ম্যাচ খেলেই ইনজুরির মুখে পড়লেন ভারতের ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

রবিবার, ৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ধাওয়ান। অজি পেসার নাথান কোল্টার নাইলের লাফিয়ে ওঠা বল তার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত করে। ফলে ওই ম্যাচে ফিল্ডিং করতে পারেননি তিনি।

সেই চোটই ধাওয়ানকে লম্বা সময় খেলার বাইরে ঠেলে দিয়েছে। আঙুলে চিড় ধরা পড়েছে তার। সেরে ওঠা সময়সাপেক্ষ ব্যাপার। তবে অন্তত ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এর ফলে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ধাওয়ান।

ইতিমধ্যে ওপেনিংয়ে ধাওয়ানের বিকল্প ভাবতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। মিডলঅর্ডারে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক কিংবা বিজয়

প্রসংগত, বৈশ্বিক আসরে বরাবরই ধাওয়ানের পারফরম্যান্স ঈর্ষা জাগানিয়া। ক্রিকেটের সর্বোচ্চ আসরে ছয় সেঞ্চুরি আছে তার। ২০১৫ বিশ্বকাপে হাঁকান দুটি। চলতি বিশ্বকাপেও পেয়েছেন একটি। চলমান আসরে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াবধের নায়ক ছিলেন তিনিই।

এনএইচ/ রাতদিন