‘ইরানীয় বোমার’ জনক সন্ত্রাসী হামলায় নিহত

তেহরানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। এই তথ্য জানিয়েছে দেশটির ফার্স নিউজ এজেন্সি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে,আজ  শুক্রবার, ২৭ নভেম্বর তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে বেশ কয়েকজন সন্ত্রাসী মোহসেন ফাখরিজাহের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে। সন্ত্রাসী এবং মোহসেন ফাখরিজাদেহের দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষের সময় বেশ জখম হন মোহসেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত চিকিৎসক দলের আপ্রাণ চেষ্টা তাকে বাঁচাতে পারেনি।

ইরানে ইউরেনিয়ামের উৎপাদন বেড়েছে এমন খবরে নানা দেশের উদ্বেগ প্রকাশের মধ্যে দেশটির শীর্ষ এক বিজ্ঞানীকে গুপ্তহত্যার খবর এলো।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারনা, ইরানের গোপনীয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে রয়েছে মোহসেন ফাখরিজাদেহ। তাকে ‘ইরানীয় বোমার’ জনক হিসেবে আখ্যায়িত করা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

আরআই/রাতদিন