ইয়েমেনে আটক ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেন কোস্টগার্ডের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। ৯ মাস আটক থাকার পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা দিশে ফিরলেন।

রোববার, ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করে।

প্রবাসী কল্যাণ ডেস্কের সার্ভে অফিসার মহিদুর ইসলাম জানান, ইয়েমেনের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৫ বাংলাদেশি রোববার সকাল সাড়ে সাতটার পর দেশে পৌঁছান। তারা হলেন- মো. আলমগীর, মো. ইউসুফ, মো. আবু তৈয়ব, রহিম উদ্দিন ও মো. আলাউদ্দিন।

এসব বাংলাদেশি রোববার দেশে ফিরবেন বলে জানিয়েছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস। শনিবার দূতাবাস জানায়, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার ফলে আইওএমের সহযোগিতায় পাঁচজন বাংলাদেশি ৯ জানুয়ারি দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ইয়েমেন ত্যাগ করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা দুবাই বিমানবন্দরে পৌঁছান।

দুবাই থেকে ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের বিজিফোরএইট ফ্লাইটে তারা সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছান।

গত ১৩ ফেব্রুয়ারি ওই ৫ জন ওমান প্রবাসী বাংলাদেশি সমুদ্রপথে সৌদি আরবে যাওয়ার পথে লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেন কোস্টগার্ডের হাতে আটক হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় কুয়েত, ওমান এবং জর্ডান দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় ৯ মাস পর তারা বন্দিদশা থেকে মুক্তি পান। মুক্তির পর তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেফাজতে ছিলেন।

এনএ/রাতদিন

মতামত দিন