ঈদে গরু চুরি রোধে রংপুর পুলিশের বিশেষ অভিযান, আটক ৪


রংপুরে ৪ গরুচোর আটক করেছে পুলিশ। পুলিশের দাবী এরা আন্ত:জেলা চোর চক্রের সদস্য। পুলিশের বিশেষ অভিযানে এদেরকে গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই গরুও উদ্ধার করা হয়।

রবিবার, ৪ আগষ্ট দুপুরে সদর থানায় এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান সহকারী পুলিশ সুপার মারুফ আহামেদ।

পুলিশের এই কর্মকর্তা সংবাদ সন্মেলনে বলেন, কৃষকেরা যাতে গোয়ালে গরু রেখে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে পারে সেজন্য জেলার পাঁচটি ইউনিয়নে পুলিশের টহল বৃৃদ্ধি ছাড়াও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে পশুবাহী ট্রাকে চাঁদাবাজী বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সন্মেলনে তিনি আরো বলেন, রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার একটি গরু চুরির মামলা তদন্ত করতে গিয়ে রবিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এরশাদ (৩৫), কাশেম (২৮), জিয়ারুল (৩০) ও সাইদুর (৫০)।েএদের মধ্যে কাশেম ও এরশাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।