একাদশে উত্তীর্ণদের বেশিরভাগই ঝরে পড়বে!

মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পরে এবারও একাদশ শ্রেণিতে এখনো ভর্তির জন্য আবেদন করেনি ২ লাখ ৪২ হাজার ৪২ শিক্ষার্থী। গতকাল ২৩ মে ছিলো প্রথম পযার্য়ে আবেদনের শেষদিন। এতে করে বেশিরভাগ শিক্ষার্থী ঝরে পড়বে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানান, ১২ থেকে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ লাখ ১৫ হাজার ৮২৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তি হতে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে কারিগরি বোর্ড থেকে পাস করেছেন ৯১ হাজার ২৯৮ জন। আর কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৪ লাখ ১৫ হাজার ৮২৫ জন।

এই হিসেবে এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও ২ লাখ ৪২ হাজার ৪২ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেননি। যা উত্তীর্ণ শিক্ষার্থীর এক-সপ্তাংশ।

শুক্রবার, ২৪ মে এ বিষয়ে কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন  বলেন, যারা আবেদন করেননি তাদের অনেকে ঝরে পড়বে। কেউ কেউ আবার দেশের বাইরে পড়তে যাবে। তবে কলেজে ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কিছু শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করবেন বলে মনে করছেন তিনি।

অধ্যাপক হারুন বলেন, ২৪ থেকে ২৬ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। পছন্দক্রম পরিবর্তন করা যাবে ৫ জুন পর্যন্ত।

প্রসংগত, এবার কলেজে ভর্তি হতে ১০ লাখ ৫২ হাজার ১৮৪ জন অনলাইন এবং ৩ লাখ ৭৪ হাজার ২২২ জন এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন।

এনএইচ/রাতদিন