এক কোটি ৬ লাখ টাকায় এক জোড়া জুতা!

রেকর্ড দামে বিক্রি হলো এক জোড়া জুতা।   নিউ ইয়র্কের সোথেবি’স হাউজের নিলামে ওই জুতার মূল্য উঠেছে এক লাখ ২৬ হাজার ডলার।  যা বাংলাদেশি টাকায় এক কোটি ৬ লাখ ৬৮ হাজার।

জুতা তৈরির বিখ্যাত প্রতিষ্ঠার অ্যাডিডাস  স্নিকার্স বর্ণিলভাবে এই জুতা চামড়া দিয়ে তৈরি করেছে।  এর ওপর রয়েছে মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন।

জুতার উপর যে নিখুঁত ডিজাইন আঁকা হয়েছে, তা সম্পন্ন করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লেগেছে।  তুলির আঁচড় দিতে লেগেছে আরও ৬ মাস।

তবে এই জুতা জোড়া যিনি কিনেছেন তিনি পরিচয় গোপন রেখেছেন। আর ওই অর্থ দান করা হবে নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরে। 

বিশ্বখ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। 

আরআই/রাতদিন