এটি ছিল তার প্রথম যাত্রা!

রাজশাহীর পথে নতুন মাইক্রোবাস নিয়ে এটি ছিল তার প্রথম যাত্রা। রাজশাহীর কাটাখালীতে দুর্ঘটনাকবলিত ছিল নতুন। কিন্তু দুর্ঘটনার সময় গাড়ি নিয়ে ভুল পথে ছিলেন চালক হানিফ হোসেন। কয়েকদিন আগে ওই মাইক্রোবাসটি কেনেন পীরগঞ্জ সদর উপজেলার ব্যবসায়ী রফিকুল ইসলাম। নতুন মাইক্রোবাসে পীরগঞ্জের বিভিন্ন এলাকার ১৭ জন যাত্রীকে নিয়ে রাজশাহীতে যাত্রা করেছিলেন চালক হানিফ হোসেন পচা (২৮)।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলে এলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে গিয়ে বাসটি থানার সামনের মহাসড়ক থেকে নেমে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়। মাইক্রোবাসটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১৮ জনের মধ্যে চালক হানিফ হোসেনসহ ১৭ জন আগুনে পুড়ে মারা যান।

এনএ/রাতদিন

মতামত দিন