এনজিওতে সরাসরি তহবিল বরাদ্ধ দাবি

ঢাকায় বাংলাদেশ সিএসও এনজিও ন্যাশনাল কনভেনশন উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৪ জুলাই দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে সিএসও এনজিও স্থানীয়করণ প্রক্রিয়ার বিভাগীয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএসও এনজিও স্থানীয়করণ প্রক্রিয়ার বিভাগীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাতা সংস্থা সমূহ স্থানীয় এনজিওগুলোর জন্য দেয়া প্রতিশ্রুতি প্রতিপালনে এগিয়ে আসছে না। জাতিসংঘ, আন্তর্জাতিক দাতা সংস্থা, আইএনজিওসহ অপরাপর সংস্থা গুলো বারগেইন ও চার্টার ফর চেঞ্জ চুক্তির আলোকে প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে স্থানীয় এনজিওগুলোকে সরাসরি তহবিল বরাদ্দ প্রদান করতে হবে। তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিচালনা ব্যয় বরাদ্দ রাখতে হবে। অন্যদিকে আইএনজিও ও দাতা সংস্থাগুলোর ব্যবস্থাপনা ব্যয় একক অংকে নামিয়ে আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন হিতেষী বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর ও এডাব রংপুর জেলার সদস্য সচিব আহসান হাবীব রবু, দি হাঙ্গার প্রজেক্টের রাজেশ দে, স্বর্ননাবী অ্যাসোসোসিয়েশনের সভাপতি মঞ্জুশী সাহা প্রমুখ।

এনএইচ/ রাতদিন