এপিডিইউর স্থায়ী সদস্যপদ পেল বিএনপি, ফখরুল হলেন ভাইস চেয়ারম্যান

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) স্থায়ী সদস্যপদ পেয়েছে বিএনপি। পাশাপাশি সংস্থাটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনজন ভাইস চেয়ারম্যানের মধ্যে মির্জা ফখরুল ছাড়া রয়েছেন কানাডার তেনজিন খাংসার ও মালদ্বীপের হাসান লতিফ।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এপিডিইউর আয়োজিত এক কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার, ১৫ মার্চ সংস্থার পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিষয়টি বিএনপিকে জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সংস্থার সদস্য পদের জন্য আবেদন করে থাকে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এটি। এ সংস্থার মূল উদ্দেশ্য হলো- বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ নিয়ে কাজ করা।’

এপিডিইউর সদস্য হওয়ার জন্য এক বছর আগেই বিএনপি আবেদন করেছিল বলে জানান মির্জা ফখরুল। তিনি জানান, ‘আমরা এত দিন সহযোগী সদস্য ছিলাম।’

এবি/রাতদিন