এরশাদ শেষবারের মতো রংপুরে, দেখুন ছবিতে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে তাঁর প্রিয় পল্লীনিবাসের লিচু বাগানে সমাহিত করা হয়েছে মঙ্গলবার, ১৬ জুলাই বিকালে। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে আনা হয় মরদেহ। দুপুরে অনুষ্ঠিত হয় জানাজা। সারাদিন ঘুরে ছবিগুলো তুলেছেন মেজবাহুল হিমেল :

নিজের বাগানেই চিরনিদ্রায় শায়িত এরশাদ
বাবার কবরে মাটি দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ
অন্তিম শয়নে এরশাদ
সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার
পল্লীনিবাসে সেনাসদস্যের কাঁধে এরশাদের মরদেহ
পল্লীনিবাসে সেনাসদস্যের কাঁধে এরশাদের মরদেহ
সেনাবাহিনীর রীতি মেনে এরশাদের কফিন টেনে নেওয়া হচ্ছে
রংপুরেই এরশাদের দাফন, সম্মত রওশন
জাতীয় পার্টির চুড়ান্ত সিদ্ধান্ত হিসাবে রংপুরেই এরশাদের দাফনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে পল্লীনিবাসে। এসময় লাখো মানুষ মরদেহবাহী গাড়ির সাথে হেঁটে যান
জানাজায় অংশ নেওয়া হাজার হাজার মানুষ এরশাদকে রংপুরে সমাহিত করার দাবি তোলেন
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের জানাজায় লাখো মানুষ
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের জানাজায় লাখো মানুষ
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের জানাজায় লাখো মানুষ
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের জানাজায় লাখো মানুষ
পল্লীনিবাস নয়, এরশাদের দাফন ঢাকাতেই: জিএম কাদের
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের মরদেহ
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স
শেষবারের মতো প্রয়াত এরশাদকে শ্রদ্ধা জানাতে রংপুর নগরীতে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন
শেষবারের মতো প্রয়াত এরশাদকে শ্রদ্ধা জানাতে রংপুর নগরীতে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন
এরশাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকে রংপুর নগরীর সকল দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা